ব্যাপক আড়ম্বরে পালিত হয়েছে গণতন্ত্রের উৎসব : প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিতে সোমবার সকালে রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। আসার সময় জনতাকে নিজস্ব কায়দায় হাত নেড়ে এবং নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দু’পাশে থাকা জনগণকে ‘মোদী, মোদী’ বলে সমস্বরে স্লোগান দিতেও দেখা গিয়েছে।

ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘‘যে ভাবে নির্বাচন হচ্ছে, তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এত সুন্দর এবং স্বচ্ছ ভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।’’ তিনি বলেছেন, “গুজরাট, হিমাচল প্রদেশ ও দিল্লির মানুষের যোগদানে ব্যাপক আড়ম্বরে পালিত হয়েছে গণতন্ত্রের উৎসব। আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।”