নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ চড়িলামে সিপিআইএম কর্মী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ অবশেষে জঙ্গল থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে? দক্ষিণ চড়িলাম নিখোঁজ সিপিআইএম কর্মী৷ সোমবার সকাল আটটা ত্রিশ মিনিটে সিপিএম কর্মী নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা৷ জানা যায়, রবিবার রাত আটটা ৩০মিনিটে এলাকারই স্থানীয় একটি দোকানের সামনে বসে বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছিলেন সিপিআইএমের ওই কর্মী৷ হঠাৎ করে দোকানের সামনে একটি গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে৷ আর গাড়িটি দাঁড় করার সঙ্গে সঙ্গে সিপিআইএম কর্মী লিটন সাহা সেখান থেকে দূরে চলে আসার পর থেকেই নিখোঁজ৷ লিটন সাহা নিখোঁজ হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ পরিবারের লোকজন৷ বিস্তারিত জানান লিটন সাহার ছোট ভাই৷ কৃষ্ণনগর এলাকা থেকে লিটন সাহাকে তিন থেকে চারজন দুষৃকতিকারী মুখে কাপড় বেঁধে কামরাজ এলাকায় গভীর জঙ্গলে নিয়ে যায়৷ তার মুখের মধ্যে স্প্রে দিয়ে অজ্ঞান করে কামরাজ এলাকায় গভীর জঙ্গলে ফেলে দেয়৷ সোমবার সকাল নয়টা ৩০ মিনিটে কামরাজ এলাকায় জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দেখতে পায় লিটন সাহাকে৷ খবর দেয় পরিবারের লোকজনদের কাছে৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গভীর জঙ্গল থেকে লিটন সাহাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন৷ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এমনটাই জানান লিটন সাহা৷
2022-12-05

