কোচবিহার ট্রফিতে পাহাড় প্রমাণ স্কোর তামিলনাড়ুর লড়াকু মানসিকতায় ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। তামিলনাড়ুর ইনিংস ঘোষণা। তাও পুরোপুরি ছক কষে, পাহাড় প্রমাণ রান গড়ে, একেবারে ত্রিপুরার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো অবস্থা। হয় ত্রিপুরাকে পরাজিত করা, অন্যথায় চার দিনের ম্যাচ ড্র তে নিষ্পত্তি ঘটিয়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট প্রাপ্তির লক্ষ্যে তামিলনাড়ু দ্বিতীয় দিনের শেষ সময়ে ৪৬৭ রানে ইনিংস ঘোষণা করেছে। কোচবিহার ট্রফির চার দিবসীয় ম্যাচে ত্রিপুরা বনাম তামিলনাড়ুর খেলা হচ্ছে তিরুনেলভ্যালির আই সি এল শংকর নগর গ্রাউন্ডে। শনিবার প্রথম দিন বৃষ্টি জনিত কারণে ৩০ ওভার খেলা কম হলেও আজ, রবিবার দ্বিতীয় দিনে ৯৬ ওভার খেলা হয়েছে। তামিলনাড়ু ৮ উইকেটের পাশাপাশি ১৬৬ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে, দৃঢ়তা পূর্ণ ব্যাটিংয়ে মনোনিবেশ করে। ৭৯ ওভার ৫ বল খেলে ছয় উইকেট হারিয়ে ৩০১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে দেয়। দলের পক্ষে অধিনায়ক বদ্রিনাথের ১০৮ রান এবং অথিসের অপরাজিত শতরান যথেষ্ট উল্লেখযোগ্য। শেষ দিকে কার্তিক মানিকন্দন ৪১ বলে ৩৮ রান যোগ করে ভালোই সঙ্গ দিয়েছে। ত্রিপুরা দলের বোলার অধিনায়ক আনন্দ ভৌমিক ও দীপ্তনু চক্রবর্তী তিনটি করে এবং দেবরাজ দে ও রাজদীপ দত্ত একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দিনের অন্তিম সময়ে রাজ্য দলের ওপেনিং জুটি দীপজয় দেব ও প্রীতম দাস ১৬ ওভার ব্যাট করার সুযোগ পায়। দলীয় স্কোর হয় দশ বিনা উইকেটে। দীপজয় ২ রানে এবং প্রীতম সাত রানে উইকেটে রয়েছে। সংক্ষিপ্ত স্কোর:  তামিলনাড়ু- ৮ উইকেটে ৪৬৭ রানে প্রথম ইনিংস ঘোষণা। ত্রিপুরা প্রথম ইনিংসে ১৬ ওভারে বিনা উইকেটে ১০ রান।