ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ২১ তম মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। দিনভর প্রতিযোগিতায় বয়স ভিত্তিক ১৪ টি বিভাগে পুরুষ মহিলা উভয় গ্রুপে ৬৭ টি ইভেন্টে দুই শতাধিক মাস্টার্স এথলেটদের সমারোহ আয়োজন দেখে প্রাক্তন অনেক অ্যাথলেটরা-ই নস্টালজিক হয়ে পড়েছেন। বাধারঘাটের অ্যাথলেটিক্স স্টেডিয়াম এতটাই সুসজ্জিত এবং ৩০ থেকে ৭৫ বছরের বর্ষীয়ান অ্যাথলেটদের উপস্থিতিতে এতটাই প্রাণবন্ত মনে হয়েছিল তাদের দেখে বর্তমান প্রজন্মের অনেকেই নতুন করে মাঠমুখো হওয়ার উৎসাহ পাবে বলে অনুমেয়। সকাল সাড়ে দশটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতি মনিকা দাস দত্ত, পশ্চিম জিলা সভাধিপতি শ্রীমতি অন্তরা সরকার দেব, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কর্পোরেটর অলক রায়, কালচারাল কমপ্লেক্স সোসাইটির চেয়ারম্যান কমল দে, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা প্রমুখও উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত ভাষণ দেন মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি তপন ভট্টাচার্য এবং ধন্যবাদ জানান সভাপতি পঙ্কজ বিহারী সাহা। আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেট শেফালী বর্ধন সকল খেলোয়াড়ের হয়ে শপথ বাক্য পাঠ করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মিনতি পাল এবং তাঁর দল। মশাল র্যালি এবং খেলোয়াড়দের মার্চ পাস্ট ছিল নয়নাভিরাম। প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সুপ্রভাত দেবনাথ, ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রীড়াবিদ তপন ভট্টাচার্য, স্বপন সাহা প্রমূখকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি স্কুল স্পোর্টস বোর্ডের পশ্চিম জেলা কমিটির জয়েন্ট-সেক্রেটারি অপু রায় সহ বিশিষ্ট ও প্রাক্তন ক্রীড়া প্রশিক্ষকবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য এই প্রতিযোগিতা থেকে রাজ্যদল বাছাই করা হবে, যাঁরা মূলতঃ আগামী ১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিতব্য জাতীয় মাস্টার্স চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার হয়ে অংশগ্রহণ করবে।
2022-12-04

