নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ বিবেকানন্দ বিচার মঞ্চের মজদুর মনিটরিং সেলের উদ্যোগে অল ত্রিপুরা আশা ফেসিলিটেটর এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা৷ রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা৷ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা৷ এইদিনের সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা ফেসিলিটেটররা অংশগ্রহণ করে৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন দেশের প্রায় ২০০ কোটির অধিক মানুষকে করোনার টিকা প্রদান করা হয়েছে৷ এই টিকা প্রদানের ক্ষেত্রে আশা ও অঙ্গনওয়ারী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷
2022-12-04

