মাটি সংরক্ষণে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷  মৃত্তিকা সংরক্ষণের জন্য আন্দোলন চলছে বিশ্বব্যাপী৷ এই আন্দোলনের মাধ্যমে সরকারী নীতি বদল করার জন্য দাবী জানানো হয়েছে৷ ৩ থেকে ৬ শতাংশ মাটির মধ্যে যাতে জৈব পদার্থ থাকে তাঁর দাবী জানানো হয়েছে৷ পরীক্ষায় উঠে এসেছে কৃষি জমি দারুন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে৷ এতে আগামী ৪০ থেকে ৬০ বছরের মধ্যে খাদ্যাভাব দেখা দিতে পারে৷ এতে করে পরবর্তী প্রজন্মকে কষ্টের সম্মুখীন হতে হবে৷ এই সমস্ত বিষয়কে সামনে রেখে মাটি সংরক্ষণের উপর আন্দোলন সংগঠিত করা হচ্ছে৷ রবিবার ইশা ফাউন্ডেশন এর উদ্যোগে আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ণ এলাকা থেকে মাটি সংরক্ষণ  কর, দেশ গড়ে তুলুন – স্লোগানকে সামনে রেখে এক র্যালির আয়োজন করা হয়৷ যা লিটি শহর পরিক্রমা করে৷