ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। দুর্দান্ত জয় এনিমেটর-এর। টানা তিন বছর, তিন ম্যাচের সিরিজে দুই-একে এগিয়ে এনিমেটার। চলতি মরশুমে এনিমেটরের ব্যবস্থাপনায় আরো একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে, এনিমেটরের কর্ণধার কৌশিক সমাজপতি মাঠেই বক্তৃতায় এ বিষয়ে ঘোষণা করেন। এনিমেটর বনাম জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ ঘিরে আলাদা একটা তাৎপর্য রয়েছে, কেননা জেআরসি-র একাধিক সদস্যই আবার এনিমেটর-এর সদস্য খেলোয়াড়। স্বাভাবিক কারণে নিজেদের মধ্যে সম্প্রীতির বাতাবরণ আরো সমৃদ্ধ হয়ে ওঠে এই ম্যাচের মধ্য দিয়ে। প্রথম বছর ৫ উইকেটে জেআরসি জয় পেলেও গত বছর ৫৭ রানে জয় ছিনিয়ে এনিমেটর সিরিজে সমতায় ফিরিয়ে আনে। এবার ৬ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে। রবিবার ছুটির দিনের মেজাজে সকাল সাড়ে দশটায় মাতৃপল্লী মাঠে ম্যাচ শুরুতে টস জিতে এনিমেটর-এর অধিনায়ক রাজিব বণিক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে জেআরসি-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ১৭ ওভার ২ বল খেলে জেআরসি ১৩৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে ওপেনার মেঘধন দেবের ২৯ রান এবং অনির্বাণ দেবের ৪০ রান বেশ উল্লেখযোগ্য। এনিমেটর-এর বোলার পঙ্কজ রায় ১৯ রানে ৪টি উইকেট তুলে নিয়ে সেরা বোলারের ট্রফিও পেয়েছেন। এছাড়া পলাশ কর্মকার পেয়েছেন তিনটি উইকেট ৩১ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে এনিমেটর ১৩ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে গণেশ নাথ ভৌমিক অপরাজিত থেকে সর্বাধিক ৪৪ রান সংগ্রহ করে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পান। সেরা ব্যাটসম্যান ও সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন যথাক্রমে রণদীপ পাল ও মনোজিৎ দাস। এনিমেটরের পক্ষে রোশন ঘোষ, সবুজ মিয়া, প্রসেনজিৎ সাহা এবং কৌশিক সমাজপতির ব্যাটেও ভালো রান এসেছে। জেআরসি-র বোলার অনির্বাণ দেব, বিশ্বজিৎ দেবনাথ ও দিব্যেন্দু দে একটি করে উইকেট পেয়েছে। খেলা শেষে মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দু’দলের খেলোয়ার এবং অতিথিবৃন্দকে স্মারক উপহার ও পদকে ভূষিত করা হয়। দু’দলকে দেওয়া হয় সুদৃশ্য চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ক্রিকেটার সমীর সমাজপতি, সমাজসেবক তথা ওবিসি স্টেট কমিটির সদস্য তপন কুমার ঘোষ, জেআরসি-র সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি মৃদুল চক্রবর্তী, সচিব অভিষেক দে, যুগ্ম সচিব তথা এনিমেটরের কর্ণধার কৌশিক সমাজপতি কার্যকরী সদস্য অভিষেক দেববর্মা প্রমূখ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। ম্যাচ শুরুতে দু দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিতি পর্ব এবং আনুষ্ঠানিক উদ্বোধনে অন্যান্যদের মধ্যে কর্পোরেটর প্রসেনজিৎ লোধ, সদর আরবান ডিস্ট্রিক্ট সচিব সুব্রত চক্রবর্তী, বুথ প্রেসিডেন্ট তপন ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন। আম্পায়ার সুকান্ত সাহা ও সবুজ খান, সোশ্যাল মিডিয়ার ভিডিওগ্রাফার অনন্ত বিশ্বাস সহ সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থাপক তথা এনিমেটরের কর্ণধার কৌশিক সমাজপতি এবং জেআরসি-র সচিব অভিষেক দে ধন্যবাদ জানিয়েছেন।
2022-12-04

