ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। ফের শুরু হচ্ছে মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। তবে এবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুমোদিত শান্তিরবাজার সাব ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে। আগামী পাঁচ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিনটি দলের মধ্যে ডাবল লীগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। পঞ্চাশ ওভারের ওয়ানডে ম্যাচ। উদ্যোক্তাদের পক্ষ থেকে ইতিমধ্যে ক্রীড়া সূচি ও ঘোষণা করা হয়েছে। খেলা শুরু হবে প্রতিদিন পৌনে আটটা থেকে। বিকেল ৪ঃ০৫ এর মধ্যে খেলা শেষ করার পরিকল্পনা রয়েছে। অংশগ্রহণকারী তিনটি দল হল বাইখোরা দ্বাদশ শ্রেণি স্কুল, রেক্স ক্লাব এবং উত্তর তৌখুমা হাই স্কুল। ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর রেক্স ক্লাব খেলবে বাইখোরা স্কুল এর বিরুদ্ধে। ৬ ডিসেম্বর উত্তর তৌখুমা খেলবে বাইখোরা স্কুলের বিরুদ্ধে। ৭ ডিসেম্বর রেক্স ক্লাব খেলবে উত্তর তৌখুমা স্কুলের বিরুদ্ধে।
৮ ডিসেম্বর রেক্স ক্লাব পুনরায় খেলবে বাইখোরা স্কুল এর বিরুদ্ধে। ৯ ডিসেম্বর উত্তর তৌখুমা খেলবে বাইখোরা স্কুলের বিরুদ্ধে। ১০ ডিসেম্বর রেক্স ক্লাব খেলবে উত্তর তৌখুমা স্কুলের বিরুদ্ধে। ডাবল লীগের শেষে শীর্ষ স্থানে থাকা দুটি দল ১২ ডিসেম্বর ফাইনাল ম্যাচে খেলবে। রিজার্ভ ডে রাখা হয়েছে ১৩ ডিসেম্বর। শান্তির বাজার সাব ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সাধুয়াং মগ ক্রীড়া সূচি ঘোষণার পাশাপাশি টুর্নামেন্টের বিস্তারিত জানিয়েছেন।