দুর্ঘটনা রুখতে বন্দে ভারত এক্সপ্রেসের ৬২০ কিলোমিটার যাত্রাপথে বেড়া দেওয়ার সিদ্ধান্ত

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : গত ৩০ সেপ্টেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে চারবার বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার বন্দে ভারত এক্সপ্রেসের মুম্বই থেকে আমেদাবাদ রুটে লাইনের ধারে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের রুটে আগামী বছরের মে মাসের মধ্যে বেড়া দেওয়ার কাজ শেষ হবে।

চার্চ গেটে ওয়েস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অশোক কুমার মিশ্র সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বেড়া দেওয়ার জন্য ব্যয় হবে ২৬৪ কোটি টাকা। বন্দে ভারত এক্সপ্রেসের ৬২০ কিলোমিটারের যাত্রাপথের গোটা এলাকাতেই বেড়া দেওয়ার কাজ চলছে। বেড়ার উচ্চতা হবে ১.৫ মিটার। এর ফলে স্থানীয় বাসিন্দারা বেড়া ডিঙোতে পারলেও গবাদি পশুর পাল লাইন টপকাতে পারবে না। বেড়া দেওয়ার আগে রেলকর্মী এবং আরপিএফের তরফে বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বলার কাজ চলছে।