ঋষিকেশ(উত্তরাখণ্ড), ৩ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার রাতে উত্তরাখণ্ডের ঋষিকেশের লক্ষ্মণঝুলা এলাকার দোবতা তিরাহে খাদে একটি গাড়ি পড়ে যায়। এই দুর্ঘটনায় এক মেয়ে নিহত ও তিনজন আহত হয়েছেন।
লক্ষ্মণঝুলা থানা অনুসারে, শুক্রবার রাতে ইকো স্পোর্টস একটি গাড়ি দোবতা তিরাহে একটি গভীর খাদে পড়ে যায়। গাডিতে ৪ জন আরোহী ছিলেন। এদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঋষিকেশের এইমস হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত ১৯ বছর বয়সী ঋদ্ধি নামে মেয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও আরও তিনজন আহত হলেন রাজেশ লাম্বা, সুনীল, সানিয়া। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

