ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। কৃতিত্ব বহিরাজ্যের এবং ভিনদেশী খেলোয়াড়দের। তবে একটা ভালো দিক, জুয়েলস অ্যাসোসিয়েশন ফুটবল মাঠে যেন স্বমহিমায় ফিরে এসেছে। প্রথম গোল হজম করে, প্রথমার্ধে পিছিয়ে থেকে, পাল্টা গোল করার মধ্য দিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে জুয়েলস এসোসিয়েশন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জুয়েলস এসোসিয়েশন আজ, শনিবার ৩-২ গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ০-১ গোলে পিছিয়ে ছিল। খেলার প্রথমার্ধের ২৯ মিনিটের মাথায় ফ্রেন্ডস ইউনিয়নের হায়াং জমাতিয়া একটি গোল করে দলকে এগিয়ে দেয়। প্রথমার্ধে তা ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ কিছুটা ছন্দহীন হয়ে পড়লে সুযোগ বুঝে জুয়েলস তাদের আক্রমণাত্মক লড়াইয়ে সাফল্য পায়। খেলার ৪৯ মিনিটের মাথায় লালরেম রুয়াতা প্রথমার্ধের গোলটি শোধ করে খেলার সমতা ফিরিয়ে আনে। ৬২ মিনিটের মাথায় মাল সোয়াম ডোয়াঙ্গা আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয়। জুয়েলস এসোসিয়েশনের পক্ষে গোল ব্যবধান দুই-এক হয়। ফ্রেন্ডস ইউনিয়নের খেলোয়াররাও যথেষ্ট আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। ১০ মিনিট বাদে ফ্রেন্ডস ইউনিয়নের রিংঘর জমাতিয়া পুনরায় একটি গোল করলে ফের খেলায় সমতা ফিরে আসে। এবার শুরু হয় শেষ সময়ের জোরদার লড়াই। তবে অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে যত সময় গড়াতে থাকে খেলোয়াড়দের গতি একটু হলেও কমে আসে। খেলার ৭৭ মিনিটের মাথায় জুয়েলস অ্যাসোসিয়েশনের পিটার মোতেবি একটি গোল করে ব্যবধান ৩-২ করে নেয়। উল্লেখ্য, খেলার ইনজুরি টাইমে গোলদাতা পিটার মোতেবি খেলায় অসদাচরণের দায়ে হলুদ কার্ড দেখেন, তবে তার গোলটি শোধ করে খেলায় সমতা ফেরানোর কোনও সুযোগ পায়নি ফ্রেন্ডস ইউনিয়নের ফুটবলাররা। শেষ পর্যন্ত, তিন-দুই গোলে জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুয়েলস এসোসিয়েশন। এককথায় জয় দিয়ে লীগ অভিযান শুরু করার মধ্য দিয়ে স্বমহিমায় ফিরে আসতে চাইছে। খেলায় সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছে জুয়েলস এসোসিয়েশনের মাল-সুয়াম ডোয়াঙ্গা। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, অরিন্দম মজুমদার, পল্লব চক্রবর্তী ও তপন কুমার দেবনাথ।
2022-12-03