জিরানিয়াতে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড ও ওপেন জিমের উদ্বোধন রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। উমাকান্ত ময়দানের পর এবার জিরানিয়ায় সিনথেটিক অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড ও ওপেন জিমের উদ্বোধন পর্বের কাউন্টডাউন চলছে। আগামীকাল বেলা ২:০০ টায় জিরানিয়াতে এই মাঠ ও ওপেন জিমের উদ্বোধন হবে। মূলতঃ শচীন্দ্রনগর হাই স্কুল মাঠটি আধুনিকীকরণ করে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডে রূপান্তরিত করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী থাকবেন বিশেষ অতিথি হিসেবে। এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে মুখ্য সচিব  জে কে সিনহা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী, ত্রিপুরার স্পোর্টস কাউন্সিলের সচিব  অমিত রক্ষিত প্রমুখ উপস্থিত থাকবেন। এছাড়া, থাকবেন টি এফ এ-র প্রতিনিধিরা। সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড এবং ওপেন জিম উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে যাবতীয় সব প্রস্তুতি চূড়ান্ত আয়োজকদের। উল্লেখ্য, ইতিমধ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জিরানিয়ায় নতুন ভাবে তৈরি অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড সরেজমিনে দেখেও এসেছেন। অনুষ্ঠানে পৌরহিত করবেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। সংশ্লিষ্ট সকল ক্রীড়া প্রেমীদের এতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।