আগরতলা, ৩ ডিসেম্বর (হি. স.) : কংগ্রেস, সিপিএম এবং তিপরা মথা হল মরশুমি রাজনৈতিক দল। নির্বাচন আসলেই তাঁদের মাঠে ময়দানে চষে বেড়াতে দেখা যায়। বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে বিলোনিয়া চিত্তামারায় আয়োজিত জনসভায় বিরোধী দলগুলিকে এভাবেই বিঁধেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জোর গলায় দাবি করেন, ভারতীয় জনতা পার্টি নিবিড় জনসংযোগের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ রাখে এবং তাঁদের সমস্যা নিরসনে সচেষ্ট থাকে।
প্রসঙ্গত, ত্রিপুরার সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টিকে আসন্ন নির্বাচনে জয়যুক্ত করার আহ্বানে জনজাতি মোর্চা বিলোনিয়া চিত্তামারায় এক জনসভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথির ভাষনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, কংগ্রেস সিপিআইএমের বি-টিম হিসেবে পরিচিত। তাঁদের মদতেই বামেরা দীর্ঘদিন ত্রিপুরায় ক্ষমতার মসনদে টিকে ছিল। রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাস কায়েম করে কমিউনিস্টরা বিগত দিনে বিলোনিয়া সহ দক্ষিণ জেলাকে কলঙ্কিত করে রেখেছিল। কিন্তু বর্তমান সরকারের সময়ে স্পেশাল ইকোনোমিক জোন সহ এই জেলায় একাধিক উন্নয়ন কর্মযজ্ঞ রূপায়িত হচ্ছে। ফলে স্থানীয়দের রোজগার তৈরী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটছে, দাবি করেন তিনি।
এদিন কমিউনিস্ট পরিচালিত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে কৃষকদের নানা আশা দেখিয়ে মিটিং মিছিলে ব্যস্ত করে রাখা হতো। কিন্তু বর্তমান ত্রিপুরা সরকার কৃষকদের জমিতে কাজ করার এবং উন্নত ফসলের জন্য সহায়তা প্রদানের পাশাপাশি কৃষি কাজের ইতিবাচক পরিমণ্ডল কায়েম করেছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তায় কৃষকদের আয় প্রায় দ্বিগুন হয়েছে। শুধু তাই নয় সমস্ত অংশের মানুষের রোজগার বৃদ্ধি পেয়েছে।
তাঁর অভিযোগ, বিগত দিনে দিশাহীন সরকারের পরিচালনায় আগামীর কর্ম পরিকল্পনা ছিল না। উন্নয়নের প্রশ্নে ত্রিপুরা ছিল প্রায় উপেক্ষিত। কিন্তু বর্তমান সরকার বহুমুখী উন্নয়ন কর্ম ধারা রূপায়িত করার পাশাপাশি আগামী ২৫ বছর রাজ্য কোনপথে এগোবে, ভাবী প্রজন্মের সামনে সম্ভাবনাময় সেই দিকটিও তুলে ধরেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিশা নির্দেশনায় ত্রিপুরায় উদিত মুক্তির সূর্য সমগ্র রাজ্যকে কৃষক থেকে শুরু করে প্রতিটি অংশের মানুষের সর্বাঙ্গীন বিকাশ তরান্বিত করেছে। কিন্তু পূর্বতন শাসক দল মানুষের উন্নয়নের বদলে তাদের উপর চাঁদাবাজি সহ বিভিন্ন জুলুম সংগঠিত করেছে, তোপ দাগেন তিনি।

