হায়দরাবাদ, ৩ ডিসেম্বর (হি.স.) : দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে. কবিতা-কে এবার জিজ্ঞাসাবাদ করবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সিবিআই তাকে ৬ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।
কবিতা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির আইন পরিষদের সদস্যও। ব্যুরো কবিতাকে ফৌজদারি কার্যবিধির ধারা -১৬০ এর অধীনে নোটিশ জারি করেছে, যাতে তিনি ৬ ডিসেম্বর সকাল ১১টায় সুবিধামত প্রশ্ন করার জন্য উপযুক্ত জায়গা সম্পর্কে জানাতে বলা হয়েছে।
নোটিশের জবাব পাঠিয়েছেন কবিতা। তিনি বলেন, সিবিআইয়ের আধিকারিকরা তাঁর হায়দরাবাদের বাসভবনে তার সঙ্গে দেখা করতে পারেন। কবিতাকে পাঠানো নোটিশে সিবিআই বলেছে, ‘তদন্তের সময় কিছু তথ্য সামনে এসেছে, যা আপনি হয়তো জানেন। সেজন্য তদন্তের স্বার্থে তথ্য অনুসন্ধান করা প্রয়োজন।
প্রসঙ্গত, ঘুষ কেলেঙ্কারির অভিযোগে দিল্লির একটি আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা রিমান্ড রিপোর্টে কবিতার নাম উঠে এসেছে। এর পরে তিনি বলেছিলেন যে তিনি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।

