নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ৩১ আর কে পুর মন্ডলের অন্তর্গত ৪০ নং বুথে শাসক বিজেপি দলের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়৷ ৩২পরিবারের ১১৪জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে৷
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে দল বদলের হিরিক৷ কোথাও শাসকদল বিজেপি দল ছেড়ে কংগ্রেস অথবা সিপিএম দলে, আবার কোথাও কংগ্রেস সিপিআইএম ছেড়ে যোগদান করছেন বিজেপি দলে৷ শনিবার ৩১ আর কেপুর মন্ডলের অন্তর্গত ৪০ নং বুথে শাসক বিজেপি দলের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আর কে পুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস৷ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের এর হাত ধরে ৩২পরিবারের ১১৪জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে৷ মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে রাজ্য সরকারের জনকল্যাণমুখী সরকার৷ এ সরকারের চার বছরের সময়কালে মানুষের জন্য ব্যাপক কাজ করেছে৷ সামাজিক ভাতা থেকে শুরু করে, রাস্তাঘাট, পরিশ্রুত পানীয় জল, শিক্ষা সহ সব ক্ষেত্রেই রাজ্য সরকার ব্যাপক উন্নয়ন করার চেষ্টা চালাচ্ছে৷
2022-12-03