নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): ভারতীয় আদালত এবং আইনি ব্যবস্থার পাঠ্যক্রমিক কার্যক্রমে আঞ্চলিক ভাষা থাকতে হবে। বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। শুক্রবার চেন্নাইয়ের ”তামিলনাড়ু ডঃ আম্বেদকর আইন বিশ্ববিদ্যালয়”-এর দ্বাদশতম সমাবর্তন অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, আমি প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি, হাইকোর্টের সমস্ত প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি যে ভবিষ্যতে আমাদের অবশ্যই স্থানীয় ভাষাকে অগ্রাধিকার দিতে হবে।
কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু আরও বলেছেন, তামিলনাড়ুতে আমরা মাদ্রাজ হাইকোর্ট এবং তামিলনাড়ুর সমস্ত জেলা আদালত এবং অধস্তন আদালতে তামিল ভাষাকে কেন্দ্রীভূত করতে দেখে গর্বিত হব।