রায়পুর, ২ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের অফিসে নিযুক্ত ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক সৌম্য চৌরাসিয়াকে রাজ্যে কয়লা শুল্ক কেলেঙ্কারিতে অর্থ পাচারের তদন্তে গ্রেফতার করল ইডি।
সরকারি সূত্রে জানা গেছে, রাজ্যের এক প্রভাবশালী আমলা হিসেবে বিবেচিত চৌরাসিয়াকে ফেডারেল এজেন্সির জিজ্ঞাসাবাদের পর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ফৌজদারি ধারার অধীনে হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতারের পরে আধিকারিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরআগে এজেন্সি অক্টোবরে রাজ্যের আইএএস অফিসার সমীর বিষ্ণোই এবং আরও দু’জনকে গ্রেফতার করেছিল। এই মামলায় বেশ কয়েকটি অভিযান চালানোর পরে ইডি মানি লন্ডারিং তদন্ত শুরু হয়েছিল।