নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): আগামী ৪ ডিসেম্বর, রবিবার এমসিডি নির্বাচন দিল্লিতে। ওই দিন দিল্লি মেট্রোর সমস্ত লাইনে প্রান্তিক স্টেশন থেকে ভোর চারটে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। সকাল ৬টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে চলাচল করবে মেট্রো। সকাল ৬টার পর রবিবারের সময়সূচি অনুযায়ী সারাদিন চলাচল করবে মেট্রো।
শুক্রবার সকালে দিল্লি মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর এমসিডি ভোটের দিন, সমস্ত লাইনে দিল্লি মেট্রো ট্রেন পরিষেবাগুলি সমস্ত টার্মিনাল স্টেশন থেকে ভোর চারটে থেকে শুরু হবে৷ ট্রেনগুলি সকাল ৬টা পর্যন্ত সমস্ত লাইনে ৩০ মিনিটের ব্যবধানে চলবে৷ সকাল ৬টার পরে, মেট্রো ট্রেনগুলি চলবে সারাদিনের স্বাভাবিক রবিবারের সময়সূচী অনুযায়ী।
এদিকে, এমসিডি নির্বাচনের জন্য দিল্লিতে “ড্রাই ডে” ঘোষণা করল দিল্লি সরকার। শুক্রবার দিল্লি সরকার জানিয়েছে, ২ ডিসেম্বর বিকেল ৫.৩০ মিনিট থেকে ৪ ডিসেম্বর বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত ড্রাই ডে থাকবে দিল্লিতে। এরপর গণনার দিন অর্থাৎ ৭ ডিসেম্বর রাত এগারোটা পর্যন্ত থাকবে ড্রাই ডে।