লখনউ, ২ ডিসেম্বর (হি.স.): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ শানালেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বললেন অখিলেশ যাদব কখনও মুখ্যমন্ত্রী হতেও পারবেন না, কাউকে মুখ্যমন্ত্রী করতেও পারবেন না। সপা প্রধানের একটি প্রস্তাবের প্রেক্ষিতে শুক্রবার এই কথা বলেছেন কেশব প্রসাদ মৌর্য।একদিন আগেই রামপুরের একটি জনসভায় অখিলেশ বলেছেন, উত্তর প্রদেশের দু”জন উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক মুখ্যমন্ত্রী হতে চান। ১০০ জন বিজেপি বিধায়ককে নিয়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলে তিনি তাঁদের সমর্থন করার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে কেশব প্রসাদ মৌর্য বলেছেন, অখিলেশ যাদব কখনও মুখ্যমন্ত্রী হতেও পারবেন না, আর কাউকে মুখ্যমন্ত্রী করতেও পারবেন না।
2022-12-02