নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : মান্ডোলি জেলে থাকা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে পিএমএলএ তদন্তের বিষয়ে শুক্রবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হলেন অভিনেত্রী নোরা ফাতেহি।
প্রায় ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ দিল্লিতে ইডি অফিসে আসেন নোরা ফাতেহি। এর আগে ১৫ সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে অর্থনৈতিক অপরাধ শাখায় (ইওডাব্লু) পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
গত ৩০ নভেম্বর স্থানীয় আদালত পিঙ্কি ইরানীকে দিল্লি পুলিশ একটি তোলাবাজির মামলায় গ্রেফতার করে। তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায়।দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া বলেন, মুম্বইয়ের বাসিন্দা ইরানিকে ইওডাব্লু অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । আদালতকে অবহিত করা হয়েছিল যে ইরানিই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সহ একাধিক বলিউড সেলিব্রিটিকে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পুনরুদ্ধারের পরিমাণ বণ্টনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে।