নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ শুক্রবার ভয়াবহ অগ্ণিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনা উদয়পুর মধ্যপাড়া এলাকার৷ স্থানীয় লোকজনদের ধারণা গ্যাসের সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত৷ জানা যায় উদয়পুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ বণিক এর ভাড়াটিয়ার ঘরে হঠাৎ করে আগুন দেখতে পায় বাড়ির মালিক৷ এরপরই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্ণি নির্বাপক দপ্তরকে৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলের ছুটে গিয়ে দীর্ঘক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ কিন্তু আগুনের তীব্রতা ছিল বেশী৷ যার ফলে একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়৷ স্থানীয় লোকজনদের ধারণা গ্যাসের সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত৷ এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্ণি নির্বাপক দপ্তরকে দুটি ইঞ্জিনের সাহায্যে নিতে হয়৷ প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে৷
2022-12-02

