ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। দুদিনে ১০ জন দল বদলের খাতায় নাম লেখালেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অনুমোদিত ক্লাব ক্রিকেটের দল বদল শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। ঘরোয়া ক্রিকেটের দল বদলের প্রথম দিনে তিনজন ক্রিকেটার অংশ নিলেও আজ, শুক্রবার দ্বিতীয় দিনে অংশ নিয়েছে আরো সাতজন। প্রথম দিনে ওপিসি থেকে বেরিয়ে হার বের হয়ে খেলবেন বলে সই করেছেন বিজয় বিশ্বাস। এছাড়া ইউনাইটেড বি এস টি থেকে অভিজিৎ চক্রবর্তী এবং ব্লাড মাউথ থেকে দীপেন বিশ্বাস দুজনেই ওপিসি-তে খেলার ইচ্ছা প্রকাশ করে সই করেছেন। আজ দ্বিতীয় দিনে ব্লাড মাউথ এবং মৌচাক থেকে যথাক্রমে তুষার সাহা ও দৈপায়ন ভট্টাচার্য টোকেন তুলেছেন কিন্তু কোন্ দলের হয়ে খেলবেন সেটা জানাননি। এছাড়া, মৌচাক ছেড়ে ইউনাইটেড বি এস টি তে নাম লিখেছেন রোহান আলী। এদিকে, স্ফুলিঙ্গ ক্লাব আজ তিনজনকে তিন ক্লাব থেকে সরিয়ে এনে ঘর গোছানোর কাজ শুরু করেছে। বিসিসি থেকে অভিজিৎ সরকার, সংহতি থেকে চিরঞ্জিত পাল এবং শতদল সংঘ থেকে জয়দীপ বণিককে নিয়ে এসেছে। উদিয়ান বোস ব্লাড মাউথ থেকে ইউনাইটেড ফ্রেন্ডস-এর হয়ে খেলবেন বলে সই করেছেন। ক্রিকেট নিয়ে সর্বত্রই ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে বলে এবারের ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদলেও এর ব্যাপক প্রভাব পড়বে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান।
2022-12-02

