জিরানিয়াতে সিনথেটিক অ্যাস্ট্রো টার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন ৪ ডিসেম্বর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর।। উমাকান্ত ময়দানের পর এবার জিরানিয়ায় সিনথেটিক অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন হবার অপেক্ষা। আগামী ৪ ডিসেম্বর জিরানিয়াতে এই মাঠের উদ্বোধন হবে। টি এফ এ একাদশ বনাম জিরানিয়া একাদশের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ দিয়েই আত্মপ্রকাশ ঘটবে এই ম্যাচের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া থাকবেন টি এফ এ-র প্রতিনিধিরা। ম্যাচকে ঘিরে যাবতীয় সব প্রস্তুতি চূড়ান্ত আয়োজকদের। উল্লেখ্য, ইতিমধ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জিরানিয়ায় নতুন ভাবে তৈরি অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড সরেজমিনে দেখেও এসেছেন।