গুজরাট নির্বাচন: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৪.৩৮ শতাংশ

আহমেদাবাদ, ১ ডিসেম্বর (হি.স.) : গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৯টিতে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত ৩৪.৩৮ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকে আদিবাসী অধ্যুষিত এলাকায় দ্রুত ভোট দেওয়ার পর সৌরাষ্ট্রেও ভোট দিতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। তাপি জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় সর্বাধিক ভোট পড়েছে। অন্যান্য এলাকায়ও ভোটের হার ক্রমেই বাড়ছে। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

তাপি জেলায় দুপুর ১টা পর্যন্ত ৪৬.৩৫ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এরপর ডাং জেলায় ভোট দিয়েছেন ৪৬.২২ শতাংশ মানুষ। বোটাদ, জামানগর এবং পোরবন্দরে সর্বনিম্ন ভোটার প্রায় ৩০ শতাংশ রেকর্ড করা হয়েছে। এছাড়াও আমরেলিতে ৩২, ভরুচে ৩৫, ভাবনগরে ৩২.৭৪, দেবভূমি দ্বারকায় ৩৩.৮৯ , গির সোমনাথে ৩৬, জুনাগড়ে ৩২.৯৬, কচ্ছে ৩৩.৪৪, মরবিতে ৩৮.৬১, সুরাটে ৩৩.১০, সুরেন্দ্রনগরে ৩৪.১৮ এবং ভালসাদে ৩৮ শতাংশ ভোট পড়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এবং তাঁর স্ত্রী অঞ্জলি রুপানি রাজকোটে ভোট দিয়েছেন। ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী এবং জামনগর উত্তরের বিজেপি প্রার্থী রিভাবা জাদেজা রাজকোটে ভোট দিয়েছেন।