গরুপাচার মামলায় এনামুলকে জেরা করতে দিল্লি পৌঁছল সিআইডি

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.) : গরুপাচার মামলায় এনামুল হককে জেরা করতে বৃহস্পতিবার দিল্লি পৌঁছল সিআইডি। শুক্রবার এনামুলকে জেরার সম্ভাবনা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর, বর্তমানে তিহাড় জেলে বন্দি এনামুল।

গরুপাচারে অভিযুক্ত এনামুলের তিন ভাগ্নেও। তাঁদের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে সিআইডি, ওই তিনজনই পলাতক। সিআইডি-র দাবি, গরুপাচারে মূল ষড়যন্ত্রী এনামুল হক। তাঁকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।

গরুপাচার মামলা এখন রাজ্য–রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছে। বীরভূম থেকে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে এনামুলের কোনও সম্পর্ক ছিল কি?‌ সিআইডি’‌র দাবি, গরুপাচারে মূল ষড়যন্ত্রী এনামুল হক। তাকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। তাছাড়া এই গোটা পাচারচক্রে আর কারা ছিল?‌ সেটাও জানতে চায় সিআইডি।