সর্বোচ্চ পরিশ্রমের সঙ্গে দেশের সেবা করার ট্র্যাক রেকর্ড রয়েছে বিএসএফ-এর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): প্রতিষ্ঠা দিবসে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-কে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএসএফ-কে কুর্নিশ জানিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সর্বোচ্চ পরিশ্রমের সঙ্গে দেশের সেবা করার ট্র্যাক রেকর্ড রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর। ১ ডিসেম্বর সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র প্রতিষ্ঠা দিবস।

বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিষ্ঠা দিবসে সমস্ত বিএসএফ জওয়ান ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা। সর্বোচ্চ পরিশ্রমের সঙ্গে দেশের সেবা ও ভারতকে রক্ষা করার ট্র্যাক রেকর্ড রয়েছে বিএসএফ-এর। প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিএসএফ-এর মহৎ কাজের জন্যও আমি প্রশংসা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *