নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ গোলাঘাটি বিধানসভার যোগল কিশোর নগর বুধবার গভীর রাতে বিধবংসী অগ্ণিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছারখার হয়ে গেছে৷ তাতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই এক মুদি দোকান৷ ঘটনার বিবরণের জানা যায় গতকাল রাতে গোলাঘাটি বিধানসভার যোগল কিশোর নগর এলাকার দশরথ দেববর্মার মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷ ঘটনাটি প্রথমে প্রত্যক্ষ করতে পেরে দোকান মালিকসহ স্থানীয় এলাকাবাসীরা বাধারঘাট অগ্ণি নির্বাপক দপ্তরের খবর পাঠায়৷ খবর পেয়ে বাজারঘাট থেকে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসতে কমপক্ষে এক ঘন্টা সময় লাগে৷ বাধারঘাট থেকে যুগল কিশোর নগর এলাকার দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা আসতে কমপক্ষে এক ঘন্টার মত সময় লেগে যায়৷ ততক্ষণে দশরথ দেববর্মার মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন কাঞ্চনমালা এলাকায় যেন অগ্ণি নির্বাপক দপ্তরের কেন্দ্র স্থাপনে উদ্যোগী হয় সরকার ও প্রশাসন৷ তবে দোকান মালিক দশরথ দেববর্মা জানিয়েছেন উনার দোকানে পঁচিশ হাজার টাকা সহ কমপক্ষে ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷
2022-12-01

