ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। পশ্চিম জেলাভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৩ এবং ৪ ডিসেম্বর নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারের ব্যাডমিন্টন হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ – বয়স ভিত্তিক এই পাঁচটি বিভাগের পাশাপাশি সিনিয়র বিভাগেও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগেই বালক ও বালিকা উভয় গ্রুপে প্রতিযোগিতা হবে। পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক খেলোয়াড়দের নির্ধারিত দিনে সকাল সাড়ে আটটায় সচিব রূপক সাহার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পশ্চিম ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সচিব রূপক কুমার সাহা এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।
2022-11-30

