সিকিমে আমন্ত্রণমূলক ভলিবলে অংশ নিতে রাজ্যদলের সিলেকশন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। পূর্বোত্তরে আমন্ত্রণ মূলক ভলিবল প্রতিযোগিতার আয়োজনে অংশ নিতে চলেছে ত্রিপুরা। সিকিম সহ পূর্বোত্তরের ৮ রাজ্য ভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর। প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার আয়োজক পূর্বোত্তরের অন্যতম রাজ্য সিকিমের রত্নজ্যোতি ক্লাব। এতে অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়ে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন দল পাঠানোর উদ্যোগ নিচ্ছে। এই উপলক্ষে রাজ্য দল গঠনের উদ্দেশ্যে আগামী ৪ ডিসেম্বর সিলেকশন ট্রায়ালের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী, আধা সেনাবাহিনী, বিএসএফ, এসএসবি, সিআরপিএফ এবং ভারতীয় রেলে কর্মরত খেলোয়াররা কোন রাজ্য দলের হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বলে উদ্যোক্তারা জানিয়ে দিয়েছেন। স্বাভাবিক কারণে এর বাইরে উপযুক্ত ইচ্ছুক ভলিবল খেলোয়ারদের ৪ ডিসেম্বর, বিকেল তিনটায় নির্বাচনী শিবিরে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম এবং আধার কার্ডের প্রত্যয়িত নকল সহ উপস্থিত থাকার জন্য ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকরী সচিব চন্দন সেন আহ্বান জানিয়েছেন।