ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। উদ্বোধন করবেন প্রাক্তন ফুটবলার শঙ্কর তলাপাত্র। ‘শ্যাম সুন্দর কোং জুযেলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের। ২ ডিসেম্বর আসরের উদ্বোধনী ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ওইদিন দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এর আগে দুপুর সোয়া দুইটায় শুরু হবে আসরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন স্পীকার রতন চক্রবর্তী, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরি সহ টি এফ এ কর্তারা। এবারের আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৭৫ এবং ৫০ হাজার টাকা।
2022-11-30

