আমাদের তথ্য কোথায় যাচ্ছে তা ব্যবসা ও অর্থনীতি নয়, জাতীয় নিরাপত্তার বিষয় : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): আমাদের তথ্য কোথায় যাচ্ছে তা ব্যবসা ও অর্থনীতি নয়, জাতীয় নিরাপত্তার বিষয়। গ্লোবাল টেকনোলজি সামিট ২০২২-এর সপ্তম সংস্করণে এই উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। মঙ্গলবার সকালে গ্লোবাল টেকনোলজি সামিট ২০২২-এ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমাদের এই পৃথিবীতে সবকিছুকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, নিজেদের স্বার্থে কোথায় রক্ষণশীল হওয়া উচিত সে সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন, আমরা যদি ভারতের ভূ-রাজনৈতিক অবস্থানের দিকে তাকাই, তবে রাজনীতি, শক্তি, অর্থনীতির একটি নিট মূল্যায়ন হওয়া উচিত। ক্রমবর্ধমানভাবে যেখানে আমাদের প্রযুক্তিগত স্বার্থ নিহিত রয়েছে। তিনি বলেছেন, ভারতের উত্থান ভারতীয় প্রযুক্তির উত্থানের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।