লীগের আগে নতুন করে দল গঠনে ব্যস্ত ফরোয়ার্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। আসন্ন প্রথম ডিভিশন লিগ ফুটবল শুরুর আগে নতুনভাবে দল গঠনে ব্যস্ত ফরোয়ার্ড ক্লাব। এমনকি, ছেড়ে দেওয়া হচ্ছে বিদেশী ফুটবলার হাফিজকেও। তাঁর পরিবর্তে আনা হবে আরেকজন বিদেশী ফুটবলারকে। তবে নতুন বিদেশী ফুটবলার কে?‌ তা এখনও চূড়ান্ত হয়নি। শিল্ডের ফাইনালে পরাজয়ের কারন জানার জন্য সোমবার রাতে পর্যালোচনা বৈঠকে বসেন ফরোয়ার্ড ক্লাবের কর্তারা। কোচকে পাশে বসিয়ে হয় ওই বৈঠক। দলীয় ফুটবলারদের খেলায় অনেকটা স্বস্তি থাকলেও দুই বিদেশী ফুটবলারের খেলা নিয়ে অসন্তুষ্ট কর্তারা। বিশেষ করে এবারই প্রথম খেলতে আসা নবাগত হাফিজকে নিয়ে। দলের আক্রমণভাগের ওই ফুটবলারের গোলক্ষুধা কম, এমনই মনে করছেন কর্তারা। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, লিগের আগেই ছেড়ে দেওয়া হবে হাফিজকে। ৪ ডিসেম্বর ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ফরোয়ার্ড খেলবে এগিয়ে চলো সঙ্ঘের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ওই আসরের ম্যাচটি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এবছর দ্বিমুকুট জয়ের লক্ষ্যেই দল গড়েছিলো ফরোয়ার্ড ক্লাব। ফাইনালে দল খেলেছিলো চ্যাম্পিয়নের মেজাজেই। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় গেলো বারের মতো এবারও দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলকে।‌ আর ওই দু:‌খটা এখনও ভুলতে পারছেন না ফরোয়ার্ড কর্তা এবং সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *