শ্রীনগর, ২৯ নভেম্বর (হি.স.): ‘দ্য কাশ্মীর ফাইলস’-ছবিকে অশ্লীল বলেছেন গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি ইসরায়েলের নাদাভ লাপিড। তিনি বলেছেন, এই ছবি দেখে তিনি অত্যন্ত বিরক্ত এবং হতবাক। লাপিডের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কভিন্দর গুপ্তা। তিনি বলেছেন, “কাশ্মীর ফাইলস’ ছবিতে যা দেখানো হয়েছে তার থেকে অনেক বেশি কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে ঘটেছে।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কভিন্দর গুপ্তা বলেছেন, “ভারতকে বদনাম করার জন্য এ ধরনের মন্তব্য প্রচার করা হচ্ছে। ‘কাশ্মীর ফাইলস’ ছবিতে যা দেখানো হয়েছে তার থেকে অনেক বেশি কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে ঘটেছে। কিছু এজেন্সি ইসলামিক আন্দোলনের মাধ্যমে ভারতকে বদনাম করার চেষ্টা করছে। সিএএ, কৃষকদের বিক্ষোভও এর একটি অংশ ছিল।”