রঞ্জি ট্রফি : রাজ্যদলের চূড়ান্ত প্রস্তুতি শিবিরে ১৯ ক্রিকেটার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। রিপোর্ট করলেন ১৯ জন ক্রিকেটার। আসন্ন রঞ্জি ট্রফি ক্রিকেটের জন্য ত্রিপুরার শিবিরে। ওই শিবিরে ডাকা হয়েছিলো ২৫ জন ক্রিকেটারকে। এদের মধ্যে তিন পেশাদার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি এবং  দীপক ক্ষৈত্রী দলের সঙ্গে যোগ দেবেন ১ ডিসেম্বর। অনূর্ধ্ব-‌২৫ আসর শেষে দলের সঙ্গে যোগ দেবেন বিক্রম কুমার দাস, পারভেজ সুলতান এবং অমিত আলি। ওই তিনজন এখন ত্রিপুরা দলের সঙ্গে রয়েছেন তিরুবন্তপূরমে। ১৯ জন ক্রিকেটারকে এদিন জিম করানো হয়। আগামীকাল থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। ১৩ ডিসেম্বর থেকে মরশুম শুরু করবে ত্রিপুরা। প্রতিপক্ষ গুজরাট। এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি। এছাড়া ২০ ডিসেম্বর বিদর্ভ, ২৭ ডিসেম্বর পাঞ্জাব, ৩ জানুয়ারি চন্ডিগড়, ১০ জানুয়ারি রেলওয়ে, ১৭ জানুয়ারি জম্মু কাশ্মীর এবং ২৪ জানুয়ারি ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। এদিন দুপুরে এম বি বি স্টেডিয়ামে কোচ ভাস্কর পিল্লাইয়ের কাছে রিপোর্ট করেন শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা। সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে দুর্দান্ত লড়াই করে কর্মকর্তাদের মনোবল বাড়িয়েছিলেন ক্রিকেটাররা। ব্যাতিক্রম ছিলেন পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি। কিন্তু আসরের শেষ ম্যাচে রানে ফেরার আভাষ দিয়েছিলেন। ফলে মনোবল বেড়েছে ওই ক্রিকেটারটিরও। শিবিরে যোগ দেওয়া ক্রিকেটাররা হলেন:‌ রজত দে, মণিশঙ্কর মুড়াসিং, শুভম ঘোষ, রাণা দত্ত, অজয় সরকার, বিশাল ঘোষ, চিরঞ্জীৎ পাল, উদীয়ান বসু, জয়দীপ বনিক, সঞ্জয় মজুমদার, জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ সরকার, কৃতিদীপ্ত দাস, সম্রাট সিনহা, জয়কিষান সাহা, নিরুপম সেন, নিরুপম সেন চৌধুরি, অভিজিৎ চক্রবর্তী এবং সম্রাট সূত্রধর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *