প্রয়াগরাজ, ২৯ নভেম্বর (হি.স.) : প্রয়াগরাজে আরাধনা মহোৎসবে অংশ নিতে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত বলেন, আধ্যাত্মিকতা ছাড়া ধর্মের অস্তিত্ব নেই। মঙ্গলবার শহরের আলোপীবাগে স্বামী বাসুদেবানন্দ সরস্বতীর আশ্রমে আয়োজিত আরাধনা মহোৎসবের উদ্বোধন করেন সংঘ প্রধান। জ্যোতিষপীঠের ব্রহ্মলিন শঙ্করাচার্য ব্রহ্মানন্দ সরস্বতীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
জ্যোতিষপীঠের ব্রহ্মলিন শঙ্করাচার্য ব্রহ্মানন্দ সরস্বতীর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রণাম করে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর ভাগবত বলেন, আধ্যাত্মিকতা আমাদের মানবতার দিকে নিয়ে যায়। জীবনে আধ্যাত্মিকতা খুবই গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক উন্নতির মাধ্যমেই মানুষের উন্নতি ঘটতে পারে। আধ্যাত্মিকতা আমাদের সবাইকে সাথে নিয়ে যাওয়ার শক্তি দেয়। তাই আধ্যাত্মিকতা ছাড়া ধর্মের কোনো অস্তিত্ব নেই।
অনুষ্ঠানের পর স্বামী বাসুদেবানন্দের সঙ্গে জ্যোতিষপীঠ বিতর্ক নিয়ে আলোচনা করেন তিনি। আলোপিবাগের শঙ্করাচার্য আশ্রমের রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য স্বামী বাসুদেবানন্দ সরস্বতী স্বামী অভিমুক্তেশ্বরানন্দের পট্টাভিষেককে জ্যোতিষপীঠধীশ্বর বলে ভুল ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, তিনি শঙ্করাচার্য নন, তিনি কখনও হতে পারবেন না। তাঁর সন্নাস নেওয়ার অধিকারও নেই।