কলকাতা, ২৯ নভেম্বর (হি. স.) : রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে প্রচারিত শোকবার্তায় লেখা হয়েছে, ”রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। মানববাবু আজ কলকাতায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বামফ্রন্ট আমলে তিনি দীর্ঘদিন রাজ্য সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যু রাজনৈতিক জগতে বড় ক্ষতি। আমি মানব মুখোপাধ্যায়ের পরিবারবর্গ ও তাঁর অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”