নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নেমে ২ ঘণ্টার মধ্যে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করল ধর্মনগর মহিলা থানার পুলিশ৷ মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়৷ ধর্মনগর থানা এলাকার যুবরাজ নগর বিধানসভার মঙ্গলখালী তিন নং ওয়ার্ড থেকে রহস্যজনক ভাবে লক্ষ্মী রাণী মাহিষ্যদাসের নগ্ণ মৃতদেহ উদ্ধার হয় সোমবার৷ দীর্ঘ প্রায় ৬ মাস নিখোঁজ থাকার পর এদিন মৃতদেহ হয় মহিলার৷ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে৷ ধৃতরা হল মৃত গৃহবধূর স্বামী অজয় মাহিষ্যদাস, দুই ভাসুর পুতুল মাহিষ্যদাস ও অধির মাহিষ্যদাস, দুই ভাসুর পুত্র কৃষাণ মাহিষ্যদাস ও অনিমেষ মাহিষ্যদাস৷ ধৃতদের সোমবার মঙ্গলখালী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ৷ উত্তর জেলার পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে জানান দুই ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ৷ ৫ জন মিলেই গৃহবধুকে হত্যা করে৷ জানা গেছে ৬ মাস পর্বে মহিলা বাড়ি ছেড়ে চলে যায়৷ কুমারঘাট এলাকায় থাকত গৃহবধূ লক্ষ্মী রাণী মাহিষ্যদাস৷ সোমবার ৬ মাস পর স্বামীর বাড়িতে আসেন তিনি৷ বাড়ি ছেড়ে যাওয়ার পরিবারের সদস্যদের রাগ ছিল মহিলার উপর৷ এই নিয়ে বেশ কয়েকবার মারধোর করা হয়৷ শেষ পর্যন্ত স্বামী হত্যার পরিকল্পনা করে৷ বাকী সদস্যরা মহিলাকে চেপে ধরে৷ কিন্তু স্বামী অজয় মাহিষ্যদাস গলাটিপে মহিলাকে হত্যা করে বলে তদন্তে উঠে এসেছে৷ এরপর মৃতদেহ ফেলে দেওয়া হয় ধান ক্ষেতের কাছে৷ পুলিশকে বিভ্রান্ত করতে বিভিন্ন স্থানে সামগ্রী ফেলে হত্যাকারীরা৷ পুলিশি জিজ্ঞাসাবাদে তারা হত্যার ঘটনা স্বীকার করে৷ মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়৷
2022-11-29