অমৃতসর, ২৯ নভেম্বর (হি.স.): বিগত দুই মাসের মধ্যে এই নিয়ে চতুর্থবার, পঞ্জাবের অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ফের একবার ড্রোন গুলি করে মাটিতে নামাল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। অমৃতসর গ্রামীণ জেলার চাহারপুর গ্রামের কাছে, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল একটি ড্রোন। বিএসএফ টিম সন্দেহভাজন উড়ন্ত বস্তু পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে আসার শব্দ শুনতে পান এবং তৎক্ষণাৎ গুলি চালান। মাটিতে আছড়ে পড়ে হেক্সাকপ্টারটি।
মঙ্গলবার সকালে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র পিআরও জানিয়েছেন, আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় একটি হেক্সাকপ্টার উদ্ধার করেছে বিএসএফ এবং সীমান্ত সংলগ্ন চাহারপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার করা হয়েছে সন্দেহজনক একটি বস্তু, সাদা রঙের পলিথিনের মধ্যে ছিল সন্দেহভাজন বস্তুটি।