নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): দূষণ-মুক্ত হতে পারছেই না রাজধানী দিল্লি। দিল্লিতে গুণগতমান ফের খুব খারাপের পর্যায়ের পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩১৩, যা খুব খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির সর্বত্রই। কোথাও কোথাও কুয়াশাও দেখা দিয়েছে। অক্ষরধাম, বারাপুল্লাহ সেতু সর্বত্রই ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল।
এদিকে, দূষণের মধ্যেই তাপমাত্রার পারদ নীচের দিকেই দিল্লিতে। দ্রুত নামছে তাপমাত্রার পারদ। দিল্লিতে এখন ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে, ঠাণ্ডার মধ্যেই দূষণ নাজেহাল করে তুলছে দিল্লিবাসীকে। দিল্লির পাশাপাশি সংলগ্ন হরিয়ানা, পঞ্জাবেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা। শীতে কাঁপছে উত্তর প্রদেশ, রাজস্থানও। উত্তর ভারত জুড়ে দাপট দেখানো শুরু করে দিয়েছে শীত।