রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রে ১৪০০ কিমি পদযাত্রা করলেন কংগ্রেস নেতা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  কংগ্রেসের ভারত জোড়ো- ত্রিপুরা বাঁচাও যাত্রা  রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্র পরিক্রমা করেছে৷ মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ৷
সমাপ্ত হল প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো, ত্রিপুরা বাঁচাও যাত্রা৷ ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছিল প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো, ত্রিপুরা বাঁচাও যাত্রা৷ ২৮ নভেম্বর এই যাত্রা শেষ হয়েছে৷ প্রায় ১০ হাজার পদ যাত্রী রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের প্রায় ১৪০০ কিলোমিটার রাস্তা পরিক্রমা করেছে৷ প্রদেশ কংগ্রেসের লক্ষ্যমাত্রা ছিল ১২০০ কিলোমিটার পদযাত্রা করার৷ কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ১৪০০ কিলোমিটার পদযাত্রা করা হয়েছে৷ প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো, ত্রিপুরা বাঁচাও যাত্রা শেষ হওয়ার পর মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতৃত্ব তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ তিনি আরও জানান প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও জাত্রাকে সাধারন মানুষ মন থেকে স্বাগত জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *