সুন্দরবনের পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করবেন কেন্দ্রের সঙ্গে

উত্তর ২৪ পরগনা, ২৯ নভেম্বর (হি. স.) : সুন্দরবনের সমস্যার সমাধানের জন্য চূড়ান্ত পরিকল্পনা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিঙ্গলগঞ্জের সভা থেকে তিনি বলেন, বিষয়টি নিজে কেন্দ্রের কাছে তুলে ধরবেন।

প্রাকৃতিক দুর্যোগ বারবার থাবা বসিয়েছে সুন্দরবনে। সেই ধাক্কা প্রতিবারই সামলেছে সুন্দরবন। তবে সামান্য বৃষ্টি বা বন্যাতে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয় সুন্দরবনবাসীকে। সেই সমস্যার সমাধানের জন্য চাই চূড়ান্ত পরিকল্পনা। স্থানীয়দের দাবিও তাই।

প্রসঙ্গত, চূড়ান্ত পরিকল্পনা হয় কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, চূড়ান্ত পরিকল্পনার কথা তিনি কেন্দ্রকে জানাবেন। সেই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, বাঁধ-পরিবহন ব্যবস্থা-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবে রাজ্য সরকার। সুন্দরবন জুড়ে পর্যটনকেন্দ্রের উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে বাড়তি নজর দেওয়া হবে। এদিন হিঙ্গলগঞ্জ থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলার জন্য সুন্দরবনে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ এবং বিশেষ ঘাস লাগানো হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জ বনবিবির মন্দিরে পুজো দেন। এরপরে করেন বৃক্ষপুজোও। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং সাংসদ নুসরত জাহান। এই মন্দিরের সংস্কার এবং মন্দির সংলগ্ন অঞ্চলের উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *