নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.) : বলেছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনকালে গুজরাটের মানুষের ওপর ঋণের বোঝা বেড়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার খাড়গে টুইট করেছেন, বিজেপি গুজরাটের সাত কোটি মানুষের উপর ৪.৫ কোটি ঋণ চাপিয়েছে। তাই এখানে ওখানে কথা না বলে বিজেপির উচিত গুজরাটের মৌলিক বিষয় নিয়ে কথা বলা।
খাড়গে বলেন, বিজেপির বলা উচিত কেন গুজরাটের প্রতিটি অংশ- যুবক, কৃষক, মহিলা, ক্ষুদ্র ব্যবসায়ী, দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী সবাই কষ্ট পাচ্ছে? বিজেপি নেতাদের বলা উচিত গত ২৭ বছরে গুজরাটের উন্নয়নে তারা কী করেছেন? খাড়গে আরও বলেন, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) অতীতে সতর্ক করেছে যে গুজরাট ঋণের চক্রে আটকে পড়েছে। তিনি বলেন, সত্য হল বিজেপি গুজরাটের মানুষকে অর্থনৈতিক বোঝা এবং সামাজিক বিদ্বেষ ছাড়া আর কিছুই দেয়নি। গুজরাটের মানুষ বিজেপিকে জবাব দিতে চলেছে। এবার সেখানে সরকার গড়তে চলেছে কংগ্রেস।