হাফলং (অসম), ২৮ নভেম্বর (হি.স.):ক্ষতিপূরণের গেরোয় পড়ে কি আটকে যাবে হাফলং দিয়ুংমুখ তিন আলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত অসম মালার অধীনে নির্মাণ হতে চলা দুই লেন সড়ক নির্মাণের কাজ।
অভিযোগ মতে দিয়ুংমুখ তিন আলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত এলাকায় থাকা বিভিন্ন গ্রামের গ্রামবাসীদের জমি অধিগ্রহণ করা হলেও অনেকেই জমি অধিগ্রহণ বাবদ এখনও ক্ষতিপূরণ পায়নি বলে ডিমাসা ন্যাশনাল কাউন্সিল নামের সংগঠন অভিযোগ তুলেছে। জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ মিটিয়ে দিতে ওই সংগঠনের পক্ষ থেকে বার কয়েক ডিমা হাসাও জেলার জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে স্মারকলিপি প্রেরণ করা হলে এতে কোনও কাজ হয়নি বলে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়।
এদিকে জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ না পেয়ে সোমবার হাফলং লোক নির্মাণ বিভাগের ইঞ্জিনিয়ার মানোজ কুমার শইকীয়াকে ঘেরাও করে ডিমাসা ন্যাশনাল কাউন্সিলের নেতা ক্ষতিপূরণ না পাওয়া গ্রামবাসীরা। তারা এদিন জানতে চায় দিয়ুংমুখ তিন আলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত যে দুই লেন সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করার পরও সরকার কেন এসব গ্রামবাসীদের জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ মিটিয়ে দেয়নি।
তবে লোক নির্মাণ বিভাগের পক্ষ থেকে জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ না পাওয়া গ্রামবাসীদের ও ডিমাসা ন্যাশনাল কাউন্সিলের নেতাদের জানিয়ে দেওয়া হয় জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার বিষয়টি লোক নির্মাণ বিভাগের এক্তিয়ারে পড়ে না। ক্ষতিপূরণের বিষয়টি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে থাকা ভূমি রাজস্ব বিভাগের এক্তিয়ারে পড়ে।
এদিকে, পার্বত্য পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ সুত্রে জানা গিয়েছে অসম মালার অধীনে দিয়ুংমুখ তিন আলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত ৯০ কিলোমিটার দুই লেন সড়ক নির্মাণর জন্য জমি অধিগ্রহন বাবদ ইষ্টিমেট রাজ্য সরকারের কাছে পাঠানোর পর সরকার জমি অধিগ্রহন বাবদ ক্ষতিপূরণ ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে। হাফলং লোক নির্মাণ বিভাগ সুত্রে জানা গিয়েছে অসম মালার অধীনে দিয়ুংমুখ তিন আলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত ৯০ কিলোমিটার দুইলেন সড়ক ১৩৩১ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। এবং এই ৯০ কিলোমিটার দুই লেন রাস্তা নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এবং এই ৯০ কিলোমিটার রাস্তা নির্মান হবে তিনটি পর্যায়ে টেন্ডার ডাকা হয়েছে তিন ভাগ করে প্রথমটি হচ্ছে দিয়ুংমুখ তিন আলি থেকে নর্সিংওয়ারী পর্যন্ত দ্বিতীয়টি হচ্ছে নর্সিংওয়ারি থেকে থানালাম্ব্রা পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে থানালাম্ব্রা থেকে লোয়ার হাফলং পর্যন্ত। তবে ইতিমধ্যে প্রথম দুটি অংশের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তবে গত মে মাসে ডিমা হাসাও জেলা প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ার দরুন থানালাম্ব্রা থেকে লোয়ার হাফলং পর্যন্ত অংশের টেন্ডার সম্পূর্ণ হয়নি বলে হাফলং লোক নির্মাণ বিভাগ সুত্রে জানা গিয়েছে।
এদিকে দিয়ুংমুখ তিন আলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত দুই লেন রাস্তা নির্মান কাজের জন্য যে সব গ্রামবাসীরা জমি অধিগ্রহন বাবদ ক্ষতিপূরণ পায়নি এসব গ্রামবাসীরা হুমকি দিয়েছেন সরকার যদি জমি অধিগ্রহণ বাবদ তাদের ক্ষতিপূরণ মিটিয়ে না দেয় তাহলে রাস্তা নির্মানের জন্য গ্রামবাসীরা তাদের জমি ছেড়ে দিবেন না।

