উজ্জয়িনী, ২৮ নভেম্বর (হি.স.): নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে চলেছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। মধ্যপ্রদেশ পর্বের ষষ্ঠ দিনে, সোমবার সকালে ইন্দোরের বাদা গণপতি স্কোয়ার থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এগিয়ে চলেছে উজ্জয়িনীর দিকে।এদিন সকালে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন সাইকেল আরোহীরা, তাঁদের সঙ্গে রাহুল গান্ধীর সাইকেল চালান। এদিন পদযাত্রায় অংশ নেন প্রখ্যাত উর্দু লেখক রাহাত ইন্দোরির ছেলে সতলাজ রাহাত। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বরে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা। বিগত ৬ দিনে মসধ্যপ্রদেশে যাত্রার অর্ধেক সম্পন্ন হয়েছে।
2022-11-28