নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): ভয়াবহ আগুন লাগল দিল্লির একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে। সোমবার দিল্লির লরেন্স রোড ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ওই ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে ফ্যাক্টরিটি।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৭টি ইঞ্জিন। পরে আরও ২০টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। দমকল কর্মীরা ওই ফ্যাক্টরির আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

