করিমগঞ্জ (অসম), ২৮ নভেম্বর (হি.স.) : আগামীকাল শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে অসম মন্ত্রিসভার কেবিনেট বৈঠক । সোমবার সীমান্ত জেলা করিমগঞ্জে বিভিন্ন বিভাগীয় কাজকর্ম তদারকি করতে এসেছেন মন্ত্রিসভার দশজনের বেশি মন্ত্রী । এদিকে বসে নেই করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি । কেবিনেট বৈঠকে একদিন আগে বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন তাঁরা । আজ সোমবার একগুচ্ছ দাবি নিয়ে স্মারকপত্র প্রদান করেছেন রাজ্যপালের উদ্দেশে ।
করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদবের অনুপস্থিতে তারা স্মারকপত্র তোলে দেন অতিরিক্ত জেলাশাসক বিক্রম চাষার হাতে । ন্যাশনাল কমিশনের গাইড লাইন মেনে মেডিক্যাল কলেজের জমি নির্ধারণ করে অবিলম্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করা এবং মেডিক্যাল কলেজের স্থায়ী ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ সিভিল হাসপাতালে অস্থায়ীভাবে মেডিক্যাল কলেজের কাজকর্ম শুরু করা, সম্প্রতি অসম-মেঘালয় সীমান্তে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার জেরে অসম থেকে মেঘালয়ে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করা, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় বরাক উপত্যকায় বিভিন্ন সরকারি খালি পদগুলোতে বরাকের বেকার শিক্ষিত যুবক যুবতীদের অগ্রাধিকার দেওয়া ইত্যাদি দাবি জানানো হয় স্মারকপত্রে ।
সোমবার জেলাশাসক মারফৎ অসমের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ, এ কে তাপাদার, আব্দুল ওয়ারিশ প্রমুখরা ।

