আহমেদাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): চলতি মাসের প্রথম দিকে বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন, এ মাসের শেষেই কংগ্রেসের হাত ধরলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী জয়নারায়ণ ব্যাস। সোমবার আহমেদাবাদে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন জয়নারায়ণ ব্যাস। এদিন ছেলে সমীর ব্যাসকে সঙ্গে নিয়েই কংগ্রেসে যোগ দিয়েছেন জয়নারায়ণ।
প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে চলতি মাসের প্রথম দিকে গেরুয়া শিবিরের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন জয়নারায়ণ ব্যাস। সেই সময় থেকেই জল্পনা চলছিল যে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন, সোমবার সেই জল্পনাই সত্যি হয়েছে। ছেলেকে সঙ্গে নিয়ে কংগ্রেসে সামিল হয়েছেন জয়নারায়ণ ব্যাস।

