পটনা/দ্বারভাঙ্গা, ২৮ নভেম্বর (হি.স.) : আরএসএস এমন একটি ভারত চায় যার দিকে কেউ খারাপ দৃষ্টিতে না তাকাতে পারে। অতীতে ভারতে বহু আগ্রাসন হয়েছে। এখন কেউ আক্রমণ করতে পারবে না। এজন্য সমাজকে সংগঠিত করতে হবে বলে মনে করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন রাও ভাগবত। চারদিনের বিহার সফরের সোমবার শেষ দিনে দ্বারভাঙ্গার ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের নগেন্দ্র ঝা স্টেডিয়ামে নগর সমাবেশে তিনি এই আহ্বান জানান।
ডক্টর ভাগবত বলেন, আজ যেকোনও দেশ উন্নত বা শক্তিশালী হয়েছে তার নাগরিকদের দেশপ্রেমের কারণেই সম্ভব হয়েছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা সেই রাষ্ট্রকে শক্তিশালী ও সমৃদ্ধ করেছে। আমরাও যদি আমাদের দেশকে উন্নত ও শক্তিশালী করতে চাই, তাহলে প্রস্তুতিও একই ধরনের হতে হবে। আমাদের নিজেদেরই সুখী হতে হবে। আপনি যদি আপনার পরিবারকে সুখী রাখতে চান তবে আপনাকে আপনার দেশকে সুখী রাখতে হবে। যাদের দেশ সুখী নয়, যাদের দেশ নিরাপদ নয়, যাদের দেশের মর্যাদা বিশ্বে নেই, তারা তিন জগতের কোথাও প্রতিপত্তি, নিরাপত্তা ও সুখ পায় না।
সংঘ প্রধান বলেন, আপনি একা আপনার সুখের জন্য যতই কঠোর পরিশ্রম করুন না কেন, বা আপনি আপনার পরিবারকে যতই এগিয়ে নিয়ে যান না কেন, কিন্তু ব্যক্তি সমাজের নিরাপত্তা ও সুনামকে নিরাপদ ও মর্যাদাবান করে তোলে। এটি একটি বাস্তব অভিজ্ঞতা। বিশ্বে যখন ভারতের মর্যাদা বাড়ল, তখন বিদেশে থাকা আমাদের লোকেরা মাথা উঁচু করে হাঁটতে শুরু করল। নিজেদের স্বার্থপরতা মেনে নিলেও আমাদের সমাজকে নিরাপদ ও মর্যাদা রাখতে হবে।
এদিন সকালে সংঘ প্রধান মোহন ভাগবত জেলায় একটি শাখা পরিচালনা করেন। শাখায় শতাধিক স্বয়ংসেবক অংশগ্রহণ করেন। স্বয়ংসেবকদের শারীরিক প্রশিক্ষণ দেন তিনি। দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বিহারে এসেছেন ভাগবত। গত ছয় মাসে এটি বিহারে তার তৃতীয় সফর। জুন মাসে মধুবনীতে এসেছিলেন। ছয় মাস পর মিথিলায় এটি তার দ্বিতীয় সফর। গত সপ্তাহে বক্সারের সমাগমে যোগ দিয়েছিলেন।

