বানিহাল, ২৮ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বানিহালের চাম্পারি এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, তাঁদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। পুলিশ জানিয়েছে, চালক-সহ ৪ জন একটি গাড়িতে সাঙ্গলদান থেকে জম্মু যাচ্ছিলেন, সেই সময় চাম্পারির প্রেম মন্দিরের কাছে খাদে পড়ে যায় গাড়িটি।
দুর্ঘটনার পরই চলে উদ্ধারকাজ, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। দু’জনকে আহত অবস্থায় উধমপুরের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-মুফতি জামাল ডিন, তাঁর স্ত্রী হাজিরা বেগম ও ছেলে মুফতি আব্দুল হামিদ। তাদিল নামে আরও একজনের মৃত্যু হয়েছে।