মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে কমিউনিটি হল নির্মাণ হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ প্রতিশ্রুতি মোতাবেক মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পাশে কমিউনিটি হল নির্মাণ করে দেওয়া হচ্ছে৷ ডিসেম্বর মাসের মধ্যে কমিউনিটি হলটি উন্মুক্ত করে দেওয়ার প্রচেষ্টা চলছে৷ পরিদর্শন শেষে জানান বিধায়িকা  কল্যাণী রায়৷  বিগত বাম আমলে এলাকাবাসীরা একটি কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার জন্য বহুবার আবেদন জানিয়েছিল বাম নেতাদের কাছে৷ কিন্তু ওই সময়ে এলাকাবাসীরা কমিউনিটি হল পায়নি৷ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২৮ তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পাশে কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার জন্য এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এলাকাবাসীদের দাবিকে প্রাধান্য দিয়ে মোহড়ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পাশে ২৯৪ আসন বিশিষ্ট কমিউনিটি হল নির্মাণ কাজ প্রায় শেষের পথে৷ সোমবার কমিউনিটি হল নির্মাণের কাজ কতটা এগিয়েছে  তা দেখতে পরিদর্শন করেন বিধায়িকা কল্যাণী রায়৷  তপশিলী জাতি কল্যাণ দপ্তর থেকে এই কমিউনিটি হল  নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ করা হলেও তা অব্যয়িত ছিল৷ বিগত সরকারের আমলে প্রকল্পের কাজ থমকে গিয়েছিল৷ সঠিক সিদ্ধান্ত  না নেওয়ার ফলে   আটকে গিয়েছিল ২০  লক্ষ  টাকার কাজ৷ বর্তমান সরকারের সিদ্ধান্ত ক্রমে এই কমিউনিটি  নির্মাণ করা হয়েছে৷ এতে ব্যয় হয়েছে ৭৩ লক্ষ টাকা৷ অত্যাধুনিক হল নির্মাণ করতে হলে বিধায়িকা উন্নয়ন তহবিল থেকে বাকী অর্থ প্রদান করা হবে বলে জানান বিধায়িকা কল্যাণী রায়৷ ডিসেম্বর মাসের মধ্যে কমিউনিটি হলটি উন্মুক্ত করে দেওয়ার  প্রচেষ্টা চলছে বলে জানান তিনি৷